মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫

প্রথম প্রেমে পড়া....

দিনটার তারিখ কি ছিল মনে নেই, অবশ্য আমার সাল তারিখ মনে রাখার যা বহর তাতে না মনে থাকার ই কথা তবে হ্যাঁ সালটা ২০১৪, মাসটা জুন এটুকু মনে আছে।। উচ্চমাধ্যমিক এর পর সিদ্ধান্ত নিয়েছিলাম, অনেক তো হল রস কস হীন ভাবে মাথার ভেতর Differentiation, Integration এর কচকচানি, এবার ছুটি চাই, সাহিত্য পড়ব,, সাহিত্য সলিলে নিমজ্জিত হব। ভর্তি হলাম সংস্কৃত মহাবিদ্যালয়ে,, হ্যাঁ সেই স্থান যেখানের প্রতিটা স্তম্ভ ইতিহাসের সাক্ষী, যেখানের প্রতিটি দেওয়াল প্রত্যক্ষ করেছিল বাংলার নবজাগরন কে।। সেদিন গেছিলাম ভর্তি হতে। চারপাশে অসংখ্য ছাত্রছাত্রী,, তাদের বাবা মা,আমার মত তারাও এসেছে ভর্তি হতে। বসে ছিলাম চুপচাপ কলেজ হলে, উপভোগ করছিলাম বইপাড়ার গন্ধ। ছোটোবেলা থেকে কোনদিনও প্রেম জিনিসটায় বাঁধা পড়িনি, প্রেম আমার জীবনে আসেও নি কোনোদিন, তাই চারপাশে ঘুরে ফিরে বেড়ানো মিষ্টি মেয়েদের দল আকর্ষন করতে পারেনি আমার দৃষ্টি। কিন্তু একটা কথা আছেনা, মানুষ কখন প্রেমে পড়ে, তা সে নিজেই জানেনা।। পড়লাম, আমিও। দূর থেকে শুধু দেখতে পেয়েছিলাম চোখদুটো,, ব্যস সব শেষ,, কানের পাশে ডাকতে থাকা ঝিঁ ঝিঁ পোকা, ক্রমশ বেড়ে চলা হৃদস্পন্দন, চোখের সামনে পুড়ে চলা হাজার আতসবাজির আলোরা জানান দিল, প্রেমে পড়েছি আমি।।